ফের ইউজিসি-র গাইডলাইন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউজিসি-র নির্দেশ। সূত্রের খবর, পঠন-পাঠনের জন্য ক্যাম্পাস খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আবারও গাইডলাইন পাঠিয়েছে ইউজিসি। উল্লেখ করা যায়, গত ৫ নভেম্বর এই সংক্রান্ত নির্দেশাবলী পাঠানো হয়। সূত্রের আরও খবর, সেটি আরও একবার পাঠিয়ে এক্ষেত্রে বলা হয়েছে, রাজ্যের অধীনস্থ এবং বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের নির্দেশ মতো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।
ওই নির্দেশাবলীতে জানানো হয়েছে, কেন্দ্রের অধীনস্থ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান ক্যাম্পাস খোলা উচিত মনে করলে তখনই খোলা যাবে। প্রসঙ্গত, গবেষণাগার ছাড়া ক্যাম্পাস আপাতত বন্ধ রাখারই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য। অন্যদিকে ইউজিসি-র পক্ষ থেকে ক্যাম্পাস খুললে সব ক্ষেত্রেই করোনা-বিধি সঠিকভাবে মেনে চলতে বলা হয়েছে। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথাও বিবেচনার মধ্যে রাখতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে হেল্পলাইন চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।

