UNCCOthers World 

রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলনে নয়া দিশা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুরুতেই আলোর দিশা। এবছর মিশরে অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলনে সিওপি ২৭-এর সূচনাতেই ‘লস এন্ড ড্যামেজ’-এর প্রসঙ্গটি এই প্রথম বার মূল আলোচ্যসূচিতে জায়গা করে নিল। উল্লেখ্য, লস এন্ড ড্যামেজ তত্ত্বটি এমন একটি তত্ত্ব যা জলবায়ু পরিবর্তনের সামনে বিপজ্জনক অঞ্চল ও সম্প্রদায়গুলিকে উন্নত দেশগুলির পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থসাহায্য করার ক্ষেত্রে একটি আন্তর্জাতিক ব্যবস্থাপনা গড়ে তোলার কথা বলে।

এই বিষয়ে আলোচনায় সহমত হয়েছে ১৯০টিরও বেশি দেশ। লক্ষ্য করার বিষয়,এই পদক্ষেপটি এমন এক বছরে করা হল, যখন নানা অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হয়েছে পৃথিবী। ইউরোপে এমন খরা গত ৫০০বছরের ইতিহাসে দেখা যায়নি, ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছে পাকিস্তান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলেছে প্রবল তাপপ্রবাহ। লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে উষ্ণতাবৃদ্ধি, সমুদ্রের জলস্তর বৃদ্ধি, অতিপ্রবল ঝড় ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে। আমাদের রাজ্যের সুন্দরবন অঞ্চলেও সমুদ্রের জলস্তর বেড়ে উঠেছে উল্লেখযোগ্য হারে। আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলেই অনুমান। সুতরাং এখনই উপযুক্ত পদক্ষেপ করার সময়।

উল্লেখ করা যেতে পারে, ইতিপূর্বে ব্রিটেন এবং অন্য উন্নত দেশগুলি প্রয়োজনীয় অর্থ সাহায্যের বিষয়ে কমবেশি সহমত হলেও, আমেরিকা এর বিরোধিতা করে আসছে। সুতরাং, মিশরের সম্মেলন প্রথম বড়ো বাধাটি অতিক্রম করতে পারলেও ভবিষ্যতে জল কোন দিকে গড়াবে, সেদিকে নজর থাকবে গোটা পৃথিবীর।

Related posts

Leave a Comment