UPSCOthers 

১১৮ অফিসার, ইঞ্জিনিয়ার, প্রোফেসর নিচ্ছে ইউ পি এস সি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন অফিসার, ইঞ্জিনিয়ার, প্রোফেসর ও আর্কিটেক্টের পদে ১১৮ জনকে নিচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে আয়ূষ, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ-সহ বিভিন্ন মন্ত্রকে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি ও আর্বান প্ল্যানিং ডিপার্টমেন্টে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

মেডিক্যাল অফিসার/ রিসার্চ অফিসার (হোমিওপ্যাথি): শূন্যপদ ৩৬টি (অসং ১৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে দুর্বল ৪ এবং এসবের মধ্যে শারীরিক পরতিবন্ধী ১)। হোমিওপ্যাথির ডিগ্রি। সেন্ট্রাল বা স্টেট রেজিস্টার অব হোমিওপ্যাথিতে এনরোল্ড। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী। নিয়োগ হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ-এ গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল পদে, আয়ূষ মন্ত্রকে। ভ্যাকান্সি নং 20070701125

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাশুরেন্স) (মেটালার্জি): শূন্যপদ ৩টি (অসং)। সায়েন্সের মাস্টার ডিগ্রি। মেটালার্জি ফিল্ডে প্রোডাকশন/ ডেভেলপমেন্ট/ কোয়ালিটি অ্যাসুরেন্স -এ অন্তত ২ বছরের প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী। নিয়োগ হবে প্রতিরক্ষা মন্ত্রকে। ভ্যাকান্সি নং 20070702525

স্পেশ্যালিস্ট গ্রেড-থ্রি অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর (জেনারেল মেডিসিন): শূন্যপদ ৪৬টি (অসং ১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ১৯, আর্থিকভাবে দুর্বল ৬ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ২)। এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট স্পেশ্যালিটির বা নির্দিষ্ট সুপার স্পেশ্যালিটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। অন্তত ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ১১ অনুযায়ী। নিয়োগ হবে সেন্ট্রাল হেলথ সার্ভিসেস টিচিং স্পেশ্যালিস্ট সাব-ক্যাডার গ্রুপ-এ পদে। ভ্যাকান্সি নং 20070703125

স্পেশ্যালিস্ট গ্রেড-থ্রি অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর (নিউরো সার্জারি): শূন্যপদ ১৪টি (অসং ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ২ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১)। এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট স্পেশ্যালিটির বা নির্দিষ্ট সুপার স্পেশ্যালিটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। অন্তত ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ১১ অনুযায়ী। নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রকে। ভ্যাকান্সি নং 20070704125

সিনিয়র সায়েন্টিফিক অফিসার (ব্যালিস্টিক্স): শূন্যপদ ২টি (অসং ১, তঃজাঃ ১)। পদটি অস্থায়ী। তবে মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে। ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ ফরেন্সিক সায়েন্স -এর মাস্টার ডিগ্রি। বি এসসি স্তরে ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ ফরেন্সিক সায়েন্স। সংশ্লিষ্ট ফিল্ডে অ্যানালিটিক্যাল মেথডস/ রিসার্চে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী। নিয়োগ হবে হোম ডিপার্টমেন্টে। ভ্যাকান্সি নং 20070705225

সিনিয়র সায়েন্টিফিক অফিসার (বায়োলজি): শূন্যপদ ৬টি (অসং ৫, তঃউঃজাঃ ১)। পদটি অস্থায়ী। তবে মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে। জুলজি/ বটানি/ অ্যানথ্রোপলজি/ লাইফ সায়েন্স/ বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ জেনেটিক্স/ বায়োটেকনোলজি/ মলিকুলার বায়োলজি/ ফরেন্সিক সায়েন্স -এর মাস্টার ডিগ্রি। বি এসসি স্তরে জুলজি/ বটানি/ ফরেন্সিক সায়েন্স। সংশ্লিষ্ট ফিল্ডে অ্যানালিটিক্যাল মেথডস/ রিসার্চে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী। নিয়োগ হবে হোম ডিপার্টমেন্টে। ভ্যাকান্সি নং 20070706225

সিনিয়র সায়েন্টিফিক অফিসার (কেমিস্ট্রি): শূন্যপদ ৫টি (অসং ৪, তঃজাঃ ১)। পদটি অস্থায়ী। তবে মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে। কেমিস্ট্রি/ টক্সিকোলজি/ ফরেন্সিক সায়েন্স -এর মাস্টার ডিগ্রি। বি এসসি স্তরে কেমিস্ট্রি। কেমিস্ট্রি/ টক্সিকোলজি ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী। নিয়োগ হবে হোম ডিপার্টমেন্টে। ভ্যাকান্সি নং 20070707225

সিনিয়র সায়েন্টিফিক অফিসার (ডক্যুমেন্টস): শূন্যপদ ৪টি (অসং ৩, তঃজাঃ ১)। পদটি অস্থায়ী। তবে মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে। ফিজিক্স/ কেমিস্ট্রি/ কম্পিউটার সায়েন্স/ ফরেন্সিক সায়েন্স -এর মাস্টার ডিগ্রি। বি এসসি স্তরে ফিজিক্স/ কেমিস্ট্রি/ কম্পিউটার সায়েন্স/ ফরেন্সিক সায়েন্স। অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং -এর বি ই/ বি টেক কিংবা কম্পিউটার সায়েন্সের এমসিএ/ এম এসসি। সংশ্লিষ্ট ফিল্ডে অ্যানালিটিক্যাল মেথডস/ রিসার্চে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী। নিয়োগ হবে হোম ডিপার্টমেন্টে। ভ্যাকান্সি নং 20070708225

সিনিয়র সায়েন্টিফিক অফিসার (ফটো): শূন্যপদ ১টি (অসং)। পদটি অস্থায়ী। তবে মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে। গ্র্যাজুয়েট। বিজ্ঞান শাখার গ্র্যাাজুয়েট অগ্রাধিকার। সঙ্গে ফটোগ্রাফির ডিপ্লোমা। ফটোগ্রাফিক টেকনিকের থিওরি এবং প্র্যাক্টিক্যাল জ্ঞান-সহ সায়েস্টিফিক ফটোগ্রাফি ও ফটোগ্রাফির বিভিন্ন শাখায় ৩ বছরের আভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী। নিয়োগ হবে হোম ডিপার্টমেন্টে। ভ্যাকান্সি নং 20070709225

সিনিয়র সায়েন্টিফিক অফিসার (ফিজিক্স): শূন্যপদ ৩টি (অসং২, তঃজাঃ ১)। পদটি অস্থায়ী। তবে মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে। ফিজিক্স/ ফরেন্সিক সায়েন্স -এর মাস্টার ডিগ্রি। বি এসসি স্তরে ফিজিক্স/ ফরেন্সিক সায়েন্স। সংশ্লিষ্ট ফিল্ডে অ্যানালিটিক্যাল মেথডস/ রিসার্চে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৭ম কেন্দ্রীয় পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী। নিয়োগ হবে হোম ডিপার্টমেন্টে। ভ্যাকান্সি নং 20070710225

আর্কিটেক্ট গ্রুপএ: শূন্যপদ ১টি (অসং)। পদটি অস্থায়ী। তবে মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে। পদটিতে শ্রবণ প্রতিবন্ধীরা আবেদন করতে পারেন। অর্কিটেকটারের ডিগ্রি বা সমতুল। কাউন্সিল অব আর্কিটেকচার ইন্ডিয়ায় আর্কিটেক্ট হিসেবে রেজিস্টার্ড। এই পেশায় ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৭,৬০০ টাকা। নিয়োগ হবে ডিপার্টমেন্ট অব আর্বান প্ল্যানিং (আর্কিটেক্ট উইং)-এ। ভ্যাকান্সি নং 20070711525

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এবং বয়সের হিসেব করতে হবে ১৩ অগস্টের হিসেবে। বয়সের ছাড় সম্পর্কিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২৫ টাকা। ফি দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনও শাখায় নগদে অথবা এসবিআই -এর নেট ব্যঙ্কিংয়ের মাধ্যমে বা ভিসা/ মাস্টার ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে।

দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ অগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। অনলাইনে সাবমিট করা দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন ১৪ অগস্ট পর্যন্ত। বিস্তারিত তথ্য ওযেবসাইটে। বিজ্ঞপ্তি নং 07/2020.

বিজ্ঞপ্তি ডাউনেলাড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment