আবহাওয়া বদলের সম্ভাবনা ?
বসন্তের নীল আকাশ থাকলেও বদলে যাচ্ছে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে রাজ্যের জেলাগুলিতে। আগামী ১১থেকে ১৪ মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রের খবর,উত্তর-পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাড়বে ৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-সহ বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড সহ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হবে বলেও জানানো হয়েছে।

