দ্রুততম হিটে বিশ্বরেকর্ড
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ভারতের ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি দ্রুততম হিটে বিশ্বরেকর্ড করলেন। ঘন্টায় ৫৬৫ কিমি গতির স্ম্যাসে এই নজির গড়েছেন। ইতিপূর্বে এই রেকর্ডটি দখলে ছিল মালয়েশিয়ার তান বুন হেয়ংয়ের। ঘন্টায় যা ছিল ৪৯৩ কিমি। মালয়েশিয়ার তান পিয়ারলি মহিলাদের দ্রুততম শটের বিশ্বরেকর্ড গড়েছেন। যা ঘন্টায় ৪৩৮ কিমি। (সংগৃহীত ছবি)

