দ্বাদশের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দ্বাদশের পরীক্ষা নিয়ে উদ্বেগ। সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক্ষেত্রে উল্লেখ করা যায়, এবার অফলাইনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছে সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বিষয় জানিয়েছেন। অন্যদিকে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও বলা হয়েছে, দেরিতে হলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক অফলাইনেই। শিক্ষার গুণমান বজায় রাখার লক্ষ্যেই পরীক্ষার প্রয়োজন।

