bangladesh beat irelandBreaking News Others Sports World 

সিরিজ জয়ী বাংলাদেশ

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে বাংলাদেশ একদিনের সিরিজ জয়ী হল। ২-০ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের। সিলেটে ৫ উইকেট দখল করলেন হাসান মহম্মদ। উল্লেখ করা যায়, বাংলাদেশ প্রথম ম্যাচ জয়ী হয় ১৮৩ রানে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়। তৃতীয় ম্যাচে মেঘলা আবহাওয়ার মধ্যে আয়ারল্যান্ড ব্যাট করে ২৮ ওভারে তোলে ১০১রান। হাসান ৩২ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন। আয়োজক দেশ কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে ১৩.১ ওভারে। লিটন দাস ৫০ এবং অধিনায়ক তামিম ইকবাল ৪১রান করেছেন। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment