অবসরের ঘোষণা করলেন আরন ফিঞ্চ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন আরন ফিঞ্চ। ২০২১ সালে তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, “২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কোনও সম্ভাবনা নেই। ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সেরা সময়।” ৩৬ বছর বয়সী আরন ফিঞ্চ অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্ট খেলে ৬১৮ রান করেছেন। তাঁরই নেতৃত্বে ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া দল।

