ঘূর্ণিঝড়ের প্রভাব : বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক রাজ্য। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসার সম্ভাবনা ঘূর্ণিঝড় ‘অশনি’-র । পশ্চিমবঙ্গে বিশেষ প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। তবে গরম অনুভূত হবে এই রাজ্যের জেলাগুলিতে । মৌসম ভবন সূত্রের খবর,বঙ্গোপসাগরে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে চলেছে।
ঘূর্ণিঝড় স্থলভাগে স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে। ঝড়ের গতিবেগ ৭৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বয়ে যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, মায়ানমারে স্থলভাগের মধ্যে দিয়েই দক্ষিণ বাংলাদেশ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (ছবি: সংগৃহীত)

