ঘোষণা মুখ্যমন্ত্রীর : পড়ুয়াদের বিনামূল্যে স্কুল পোশাক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের ১ কোটি ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে স্কুল পোশাক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রশাসনিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যে সচল হতে চলেছে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। উল্লেখ করা যায়, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলেছে। অন্যদিকে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়ও। পাশাপাশি ছোটদের স্কুল খোলা নিয়েও চিন্তা-ভাবনা চলেছে। এই আবহে রাজ্যের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্কুল পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত,প্রতি বছরই সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্কুলের পোশাক দিয়ে থাকে রাজ্য।

