অ্যাশলে বার্টির অবসরের ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় অ্যাশলে বার্টি অবসরের কথা ঘোষণা করলেন। পেশাদার টেনিস থেকে মাত্র ২৫ বছর বয়সে বিদায় জানিয়েছেন তিনি। টেনিস দুনিয়া স্তম্ভিত বলা চলে ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টেনিস থেকে অবসর নেওয়ার বিষয়টি জানিয়েছেন। বিষয়টি সরকারিভাবে ঘোষণা করার কথাও জানিয়েছেন। ৩ বার গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ান ওপেন, ফেঞ্চ ওপেন ও উইম্বলডন খেতাব বিজয়ী। ২০১৯ সালে ফরাসি ওপেন জয়ী হন। এছাড়া ২০২১ সালে তিনি উইম্বলডন জয়ী হয়েছিলেন। এ বছরেই অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। তাঁর অলিম্পিক্সেও দেশের প্রতিনিধিত্ব করার কৃতিত্ব রয়েছে। অ্যাশলে বার্টির অবসরের ঘোষণায় জল্পনা টেনিস বিশ্বে।

