Assam GovernmentBreaking News Lifestyle Politics 

অসমে সব মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাদ্রাসা এবং টোল নিয়ে বড়সড় সিদ্ধান্ত অসম সরকারের। অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। রাজ্য সরকার পরিচালিত সব মাদ্রাসা এবং সংস্কৃত টোল বন্ধ করে দিয়ে আধুনিক স্কুলে পরিণত করা হবে।
মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধের পক্ষে রাজ্য সরকারের যুক্তি হল, মাদ্রাসা বা টোল চালানো কোনও ধর্মনিরপেক্ষ সরকারের কাজ হতে পারে না। উল্লেখ্য, ২০১৭ সালেই অসমের বিজেপি সরকার মাদ্রাসা ও টোল বোর্ড দুটির অবলুপ্তি ঘটিয়ে সেকেন্ডারি বোর্ড অফ অসমের সঙ্গে জুড়ে দেওয়া হয় ।
বৰ্তমান রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর যুক্তি হল, রাজ্য প্রায় ১২০০ মাদ্রাসা এবং দুশোর বেশি সংস্কৃত টোল আছে, যাদের কোনও স্বাধীন বোর্ড না থাকায় সেগুলি পরিচালনে সমস্যা হচ্ছে। এর ফলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, মাদ্রাসা এবং টোলগুলিকে সাধারণ স্কুলে পরিণত করা হবে।

Related posts

Leave a Comment