Election Commission-3Others 

রাজ্যের যাবতীয় পুরভোট প্রক্রিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে যাবতীয় পুরভোট আগামী ৩০ এপ্রিলের মধ্যে করা হবে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য। সূত্রের খবর, কলকাতা পুরসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর পুরভোট সংক্রান্ত মামলার আবেদনকারী, সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। এক্ষেত্রে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বাকি পুরভোটগুলি কবে হবে, তা জানতে চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, তাঁর কাছে লিখিত বার্তা এসেছে তাতে জানানো হয়েছে, ৩০ এপ্রিলের মধ্যে সব পুরভোট করানো হবে। উল্লেখ করা যায়, রাজ্যের প্রায় ১১২টি পুরসভায় ভোট প্রক্রিয়া বাকি রয়েছে। যার মধ্যে রাজ্য প্রথমে কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করাতে চেয়েছিল। এক্ষেত্রে হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে পৃথক করার ফলে পুনর্বিন্যাস নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়। আপাতত হাওড়াকে বাদ দিয়ে কলকাতা পুরভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।

Related posts

Leave a Comment