চা উৎপাদন কমার আশঙ্খা, ত্রাণ প্রকল্পের দাবি
আমার বাঙলা অনলাইন নিউজ ডেস্কঃ তিন বছর আগে পাহাড়েআন্দোলনের জেরে দার্জিলিঙে চায়ের ব্যবসা মন্দা ছিল।স্থানীয় সূত্রে খবর, এবার করোনা আবহে লকডাউনের জন্য ১৫ লক্ষ কেজি চা উৎপাদন কমার আশঙ্খা। দার্জিলিং টি এসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, টাকার অঙ্কে ক্ষতির পরিমান ২০০কোটি টাকা। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রক ও টি বোর্ডের কাছে ত্রাণ প্রকল্প-সহ একাধিক আর্জি জানানো হয়েছে।দার্জিলিং টি এসোসিয়েশন (ডিটিএ) এই দাবি জানিয়েছে।ওই সংগঠনের পক্ষ থেকে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, দার্জিলিং চা ব্যবসা ৬৫%-৭০% আসে ফার্স্ট ও সেকেন্ড ক্লাস চা থেকে। ওই চায়ের ৯০% রপ্তানি হয়। ফার্স্ট ক্লাস চা প্রায় হয়নি।এমত পরিস্থিতিতে অবস্থা যা তাতে, সেকেন্ড ক্লাসের চা-য়ে ১০% উৎপাদন কমবে।অন্যদিকে জার্মানি, জাপান,আমেরিকা ও ব্রিটেনে মতো দেশে রপ্তানির ব্যবসা প্রায় ৫০%কমবে বলে আশঙ্খা করা হয়েছে।সব মিলিয়ে ধাক্কা উৎপাদনে।

