যাত্রা উৎসবের সমাপ্তি দিনে স্মারক-সম্মান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সমাপ্তি হচ্ছে যাত্রা উৎসবের। আগামীকাল শেষ হচ্ছে একমাস ব্যাপী যাত্রা উৎসবের। বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে ২৫ জানুয়ারি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই উৎসবের সূচনা করেন। পাশাপাশি যাত্রা অ্যাকাডেমির সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাস ও যাত্রা জগতের নানা ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এই মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় যাত্রাপালা অনুষ্ঠিত হত। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সভাপতি সমীর সেন এ বিষয়ে জানিয়েছেন, সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩০টি যাত্রাদলের প্রযোজকদের স্মারক দিয়ে সম্মানিত করা হবে। তথ্য সংস্কৃতি দপ্তর ও যাত্রা অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত এই যাত্রা উৎসবে এবার ভালোই সাড়া মিলেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসছেন যাত্রা দেখতে। অন্যদিকে টিকিট ভালোই বিক্রি হয়েছে বলে খবর।

