Skin-1Others 

খোস-পাঁচড়া ও চুলকানিতে ভেষজ চিকিৎসা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খোস-পাঁচড়া ও চুলকানি হওয়ার প্রবণতা এখন বেড়েই চলেছে। অনেকেই প্রথম দিকে সেভাবে কেউ গুরুত্ব দেন না। পরে তা বেড়ে যেতে পারে। এইসব বেশ কিছু রোগের ক্ষেত্রে ভেষজ কিছু চিকিৎসা রয়েছে তা বিশেষ প্রয়োজনীয়। সাধারণ রোগে ভেষজ চিকিৎসার একটা গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞ ভেষজ চিকিৎসকরা বলছেন, নিমপাতা ও কাঁচা হলুদ সিদ্ধ জল দিয়ে স্নান করা খুবই উপকারী। এক্ষেত্রে নারকেল তেল বা সর্ষের তেল পরিমাণমতো মিশিয়ে নিয়ে স্নানের আগে মেখে নিতে পারেন। অন্তত ১ ঘন্টা পর হালকা গরম জলে স্নান করা ত্বকের পক্ষে খুবই উপকারী। পরিমাণমতো নিমপাতার দ্বিগুণ হলুদ দিতে হবে। আবার নিমপাতা ও কাঁচা হলুদ সিদ্ধ জল খাওয়াও উপকারী। এক্ষেত্রে নিমপাতা ৪-৫ গ্রাম ও কাঁচা হলুদ ৮-১০ গ্রাম নিলে ২ বার খাওয়া যেতে পারে।

বিশেষজ্ঞ ভেষজ চিকিৎসকরা আরও জানিয়েছেন, গাঁদাফুলের রস বা দুর্বার রস আধ কাপ নিয়ে তাতে আধ কাপ জল মিশিয়ে নেওয়া যেতে পারে। প্রস্তুতকরণের ক্ষেত্রে তাতে এক কাপ সর্ষে বা নারকেল তেলের সঙ্গে হালকা আঁচে ফুটিয়ে রসটি তেলে পরিণত হলে তা নামিয়ে ঠান্ডা হলে ছেঁকে শিশিতে ভরে রাখতে পারেন। সেটা দিনে ১ বা ২ বার লাগালে উপকার পাওয়া যায়। অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহৃত নিম-হলুদ-আমলকির মিশ্রণটিও খাওয়া যেতে পারে। প্রতিদিন পরিহিত পোশাক প্রত্যেক দিন গরম জলে ভালভাবে ধুয়ে নেওয়া উচিত। খোস-পাঁচড়া ও চুলকানির ক্ষেত্রে বাড়ির একজনের হলে তা সবাইকে গুরুত্ব দিয়ে মেনে চলা উচিত।

Related posts

Leave a Comment