Entertainment 

বড় পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি! নেপথ্যে সোহম ও পথিকৃৎ

বুধবার থেকে শুরু হয়ে গেল পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি।

ছবিটিতে মিঠুন অভিনয় করবেন একজন জ্যোতিষীর চরিত্রে। দেবশ্রী অভিনয় করবেন তাঁর স্ত্রীয়ের চরিত্রে। এছাড়াও ছবিতে রয়েছেন সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য। সোহম চক্রবর্তীও এই ছবিতে একটি চরিত্রে অভিনয় করবেন।

ছবির গল্পটি দেবারতি মুখোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে তৈরি। এই গল্পে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে।

ছবির প্রযোজক সোহম চক্রবর্তী জানান, ছবিটি একটি বড় আকারের প্রযোজনা। তাই তিনি কাস্টিংয়ে বিশেষ যত্ন নিয়েছেন। তিনি ইন্ডাস্ট্রির সেরা কলাকুশলীদের নিতে চেয়েছেন।

Related posts

Leave a Comment